বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

হেলিকপ্টার যোগে থানচির দুর্গম ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭ ই জানুয়ারি সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হবে বিকেল চারটায়।
তিনি জানান অপারেশন উত্তোরনের আওতায় সেনাবাহিনী ইতিমধ্যে পার্বত্য বান্দরবানে তাদের কার্যক্রম পরিচালনা করছে পাশাপাশি নির্বাচনে সার্বিক আইনশৃঙ্খলার দায়িত্বে পর্যাপ্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং এক জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। এছাড়াও সুষ্ঠু নির্বাচন এবং আইনশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল কেন্দ্রেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আরো জানান বান্দরবানে মোট ভোটকেন্দ্র ১৮২ টি, যার মধ্যে ১২ টি হেলিসোটি কেন্দ্র, ইতিমধ্যে উপজেলাগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো সম্পন্ন করা হয়েছে।

বান্দরবানে গুরুত্বপূর্ণ ১৩৭ টি ভোটকেন্দ্র এবং ৪৫ টি সাধরণ ভোটকেন্দ্র চিহ্নিত করা হয়েছে।তিনি জানান নির্বাচন পর্যবেক্ষণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ২২ টি মোবাইল টিম মাঠে থাকবে আইনশৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যে বিজিবির ৪২ প্লাটুন, পুলিশের প্রায় বারশ সদস্য এবং অঙ্গিভুত আনসার বাহিনীর একুশ শত আশি সদস্য নিয়োজিত আছে,পাশাপাশি সেনাবাহিনী নিয়োজিত থাকবে।

আইনশৃঙ্খলা বাহিনীর ওয়্যারলেস নেটওয়ার্ক এবং ভেরিফাইড হোয়াটসঅ্যাপ (WhatsApp) এর মাধ্যমে বান্দরবানের দুর্গম এলাকার ভোটকেন্দ্র গুলো থেকে প্রাথমিকভাবে ভোটের ফলাফল সংগ্রহ করে তা বেসরকারি ভাবে নির্বাচন কমিশনে প্রদান এবং ঘোষণা করার অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয়ে ব্রিফিং কালে সাংবাদিকদের এ তথ্য জানান বান্দরবান জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহ্ মোজাহিদ উদ্দিন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবানের থানচি উপজেলার ২টি ইউনিয়নের ৭টি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স, ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন দুর্গম কেন্দ্রে হেলিকপ্টারযোগে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। থানচি উপজেলা নির্বাচন অফিসার আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com