বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৭ অপরাহ্ন

হরিপুরে সাপের কামড়ে ছাত্রের মৃত্যু

হরিপুর (ঠাকুগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিষাক্ত সাড়ের কামড়ে রিপন (১৫) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। রিপন হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের রণহাট্টা গ্রামের একরামুলের ছেলে ও রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

মৃত্যু রিপনের বাবা এশরামুল বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাঁর সহপাটিদের সাথে ফাঁর্শা (সরত) দিয়ে মাঠে মাছ মারতে যায়। রাস্তা থেকে পানিতে নামার সময় রিপনকে বিষাক্ত সাপ কামড় দেয়। তৎক্ষনাত তাঁর সহপাটিরা তাকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় ওঝার নিকট নিয়ে আসে। তাঁর শারীরিক অবস্থার অবনতি দেখে ওঝা তাকে ডাক্তারের নিকট যাওয়ার পরামর্শ দেয়। এসময় তাকে চিকিৎসার জন্য হরিপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাপের কামড়ে নিহতের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

রিপনের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com