বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
২০১৯-২০২০ রবি অর্থ বছরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
বৃহস্প্রতিবার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে কৃষকের মাঝে রবি মৌসুমের প্রণোদনা বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
উপজেলার ৬টি ইউপির মোট ১৯৮০ কৃষকের মধ্যে বিভিন্ন ধরণের কৃষি প্রনোদনা সরমঞ্জাম বিতরণ করা হয়। ৬৫০ জন চাষীকে প্রতি বিঘা জমির জন্য ১কেজি করে শরিষা বীজ, ৮০০ জন চাষীকে প্রতি বিঘা জমির জন্য ২ কেজি করে ভুট্টার বীজ, ৪০০ জন চাষীকে প্রতি বিঘা জমির জন্য ৫ কেজি করে শীতকালীন মুগ ডালের বীজ ও ১৩০ জন কৃষককে গ্রীষ্মকালীন মুগ ডালে বীজ পর্যায়ক্রমে দেওয়া হবে। সেই সাথে প্রতি কৃষককে শরিষার চাষের জন্য ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি, ভুট্টার চাষের জন্য ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং শীতকালীন ও গ্রীষ্মকালীন মুগ ডাল চাষের জন্য ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সারও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা নঈমুল হুদা সরকার ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ ৬টি ইউনিয়নের উপ-সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তাগণ।