শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় হরিপুর উপজেলার ১নং গেদুড়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভাটি আটঘরিয়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, সাংগঠনিক সম্পাদক এড.মোজাফ্ফর আহম্মেদ মানিক, ৩নং বকুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক অনিল কুমার বর্ম্মণসহ স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দ।