মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০২ অপরাহ্ন

সেনা রিজিয়ন কর্তৃক ১০ লক্ষ টাকার উপহার সামগ্রী প্রদান

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধায়নে ৫ ই বেঙ্গল এর সার্বিক ব্যবস্থাপনায় অসহায় ও দুস্থদের মাঝে মানবিক সহায়তার উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) সকাল ১০ টায় বান্দরবান জেলা স্টেডিয়ামে এই মানবিক সহায়তা উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বান্দরবান সেনা রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে জেলার গরীব দুস্থ ও অসহায় মানুষের পাশাপাশি বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন ক্লাব এর মাঝে এ সব মানবিক উপহার সামগ্রী প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বান্দরবান জোনের জোন কমান্ডার ও ৫ ই বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, উপ-অধিনায়ক মেজর এস. এম.মাহমুদুল হাসান সোহাগ, পিএসসি, জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন মিসবাহুল ইসলাম ফুয়াদ সহ রিজিয়নের অন্যান্য উর্ধতন সেনা কর্মকর্তা।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি বলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া কর্মীদের মাধ্যমে সকলকে সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহবান জানান। তিনি বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্রগ্রামে বসবাসরত সকল জাতি গোষ্ঠীর যেকোন আপদকালীন সময়ে তাদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সহ সকল জাতি ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোন প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।

এ সময় বান্দরবান জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান, পিএসসি বলেন সম্প্রীতির বান্দরবানকে বর্তমান উন্নয়নের অগ্রযাত্রা অংশীদার হিসেবে একটি আধুনিক জেলা হিসেবে গড়ে তুলতে সেনাবাহিনী সর্বদা সোচ্চার। ধনী-গরীব ভেদাভেদ ভুলে সবাই একযোগে কাজ করে পার্বত্য অঞ্চলে সুখ শান্তি ফিরে আনতে আহ্বান জানান।

তিনি আরো বলেন, সেনাবাহিনী সর্বদা অভাব দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে ছিল আছে এবং থাকবে। আজকে এই মানবিক সহায়তা প্রদান তার একটি দৃষ্টান্ত মাত্র ভবিষ্যতেও সেনাবাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করা হবে বলেও আশ্বাস দেন। সর্বোপরি তিনি সকলকে সেনাবাহিনী তথা প্রশাসনকে পার্বত্য অঞ্চল কে সন্ত্রাস দুর্নীতি মুক্ত ও শান্তি ফিরিয়ে আনতে সকলকে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানান। অতিথিদের বক্তব্য শেষে মানবিক সহায়তার জন্য পূর্বে লিখিত মানবিক সহায়তা আবেদনের প্রেক্ষিতে বাছাইকৃত জনসাধারণের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে কারবারি কর্মসংস্থানের জন্য সর্ব মোট সাতটি সেলাই মেশিন, শারীরিক প্রতিবন্ধীর জন্য একটি হুইলচেয়ার, পারিবারিক উপার্জনক্ষম করার জন্য একটি রিক্সা ও পাঁচটি ভ্যান সহ সর্বমোট ১৪ জনকে উপার্জনকারী সরঞ্জামাদি প্রদানের মাধ্যমে পারিবারিক উপার্জনক্ষম করার ব্যবস্থা করে দেওয়া হয়। নগদ অর্থ সহায়তার মধ্যে ঘর নির্মাণ, চিকিৎসা, অপারেশন, শিক্ষাবৃত্তি, মেয়ের বিবাহ, স্কুল কলেজ ভর্তি ও বই ক্রয় সহ সর্বমোট ৬৪ জনকে নগদ ৫,৬৫০০০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও জাবালে নূর জামে মসজিদ এর জন্য টয়লেট নির্মাণ, দক্ষিণ কালাঘাটা রাজানগর বাইতুন নুর জামে মসজিদের সংস্কার, হাজীপাড়া জামে মসজিদ এর জন্য চারটি মাইক এবং সর্বোপরি এডেন পাড়া রেনেসাঁ ক্লাব এর জন্য দুইজোড়া তবলা ও একটি গিটার প্রদান করা হয়। অনুষ্ঠানে মোট ৭১ জন বাঙ্গালী ও ১১ জন পাহাড়ি সহ মোট ৮২ জনকে সর্বমোট ১০ লক্ষ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া তিনটি মসজিদ ও একটি ক্লাবকে এ সহায়তা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com