বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:০১ অপরাহ্ন

সেনা বাহিনীর গোয়েন্দা সদস্যদের কাজে বাধা দেওয়ায় আট যুবক আটক

ঈশ্বরদী প্রতিনিধি ॥ শনিবার রাতে রুপপুর পরমাণু প্রকল্প এলাকা থেকে আট যুবককে ৪টি মোটরসাইকেল ও ৯টি মোবাইল ফোনসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনা সদস্যরা।

আটককৃত যুবকরা হলো চর রূপপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে রিপন হোসেন (২০), দুলাল হোসেনের ছেলে শাওন হাসান (২২), ফজলে রাব্বীর ছেলে নুরুল ইসলাম(২০),মোঃ সিরাজের ছেলে বাপ্পী (২১), জিল্লুর রহমানের ছেলে মোহাম্মদ মুন্না হোসেন (১৯), মোঃ আলাল হোসেনের ছেলে আসিফ (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১) ও লিটন মিয়ার ছেলে শান্ত মিয়া (২০)।

ঈশ^রদী থানা ও রুপপুর পুলিশ ফাঁড়ি পুলিশ সূত্রে জানাগেছে,শনিবার সন্ধ্যা ছয়টার দিকে আটককৃত যুবকরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৮ নং ওয়াচ টাওয়ার এর নদীর তীরবর্তী এলাকায় প্রবেশ করে। এসময় সেনাবাহিনীর গোয়েন্দা সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ ঐ স্থান থেকে চলে যেতে বললে যুবকরা তর্কবিতর্ক করতে থাকে। এবং সেনা বাহিনীর গোয়েন্দা সদস্যদের কাজে বাধা প্রদান করে।

এসময় সেনাবাহিনীর গোয়েন্দা সদস্যেরা তাদের আটক করে সেনাক্যাম্পে নিয়ে যায় এবং রাত দশটায় রুপপুর পুলিশ ফাঁড়ি পুলিশের কাছে সোপর্দ করে। আট যুবকের আটকের বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, আটককৃত ৮ যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com