মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
সিলেট প্রতিনিধি::
সুনামগঞ্জের ধর্মপাশায় রবিবার পৃথক তিন স্থানে পানিতে ডুবে তিন শিশুর অকাল মৃত্যু হয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় নিহত শিশুদের শোকাহত পরিবার সহ গোটা উপজেলা জুড়ে গভীর শোক বিরাজ করছে।
রবিবার সকাল থেকে দুপুরের মধ্যে শিশুদের একের পর এক মর্মান্তিক মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে।
রবিবার রাতে ধর্মপাশা থানার ওসি মো. এজাজুল ইসলাম জানান, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের খোকন মিয়ার তিন বছরের শিশুপুত্র সাব্বির মিয়া রবিবার সকালে নিজ বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে নিখোঁজ হয়। পরে পরিবার ও গ্রামবাসী ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন। একই দিন বেলা ১০টার দিকে একই গ্রামের সবুজ মিয়ার সাত বছর বয়সী শিশু পুত্র ইয়াসিন মিয়া বাড়ির সামনের ডোবায় গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে গ্রামবাসী ডোবা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।
অপরদিকে, রবিবার দুপুরে উপজেলার মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের সোলেমানপুর গ্রামের মঞ্জু সরকারের আড়াই বছরের শিশুপুত্র অভিজিৎ সরকার দুপুরে মনাই নদীর পানিতে ডুবে মৃত্যুবরণ করে।