বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে

সুনামগঞ্জ প্রতিনিধি:: অ্যাডমিরাল এম এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৬টা থেকে বাসসহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সামাইন রাশেদ নামে এক শিক্ষার্থী বলেন, আমার মাস্টার্স পরীক্ষা চলছে। সিট পড়েছে সিলেটে। বাস স্টেশনে আসার পর জানতে পারি, শ্রমিকদের কর্মবিরতি চলছে। খুব বিপদে পড়ে গেলাম।

মোহাম্মদ সুহেল মিয়া নামে এক যাত্রী বলেন, কাজের সুবাদে চট্টগ্রাম থাকি। ছুটিতে বাড়িতে এসেছিলাম। বাস চলাচল বন্ধ হওয়ায় সমস্যায় পড়ে গেছি। আজকের মধ্যে অফিসে যোগ দিতে না পাড়লে ঝামেলা হয়ে যাবে।

শ্রমিক শাখার পরিচালনা কমিটির সভাপতি বশির আহমেদ তালুকদার বলেন, সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী নামকস্থানে অ্যাডমিরাল এম এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে গত ১৩ তারিখ মানববন্ধন করেছিলাম। এছাড়া বিভিন্ন সময় স্মারকলিপি প্রদান করেছি। কিন্তু টোল আদায় বন্ধ হয়নি। তাই আজ থেকে আমরা কর্মবিরতি দিয়েছি। যতদিন টোল আদায় বন্ধ না হবে, ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।

এর আগে, গত সোমবার (২১ অক্টোবর) সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক প্রতিবাদ সমাবেশে কর্মবিরতির ঘোষণা দেন গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃত্ববৃন্দ।

সেদিন বক্তারা বলেন, অ্যাডমিরাল এম এ খান সেতুতে দীর্ঘ ৪০ বছর ধরে টোল আদায় করা হয়েছে। ছাত্র-জনতার দাবির প্রেক্ষিতে গত ৫ আগস্টের পর কিছু দিন টোল আদায় বন্ধ ছিল। তবে সম্প্রতি আবার টোল আদায় শুরু হয়। সিলেট বিভাগীয় কমিশনারকে বিষয়টি অবগত করার পরেও সুরাহা না হওয়ায় কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com