সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

সিঙ্গাইর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

সিংগাইর প্রতিনিধি ।।
মানিকগঞ্জের সিঙ্গাইরে উপজেলা পরিষদ নির্বাচনে সায়দুল ইসলাম চেয়ারম্যান, রমিজ উদ্দিন ভাইস চেয়ারম্যান ও আনোয়ারা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

বুধবার রাত ৯টার দিকে ভোট গণনা শেষে তাদের বিজয়ী ঘোষণা করেন সিঙ্গাইর উপজেলা নির্বাচন কমিশনার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

চেয়ারম্যান প্রার্থী সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য (কাপ পিরিচ) মার্কার সায়েদুল ইসলাম পান ৪৭, ৯৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের-সহ সভাপতি আনাস মার্কার আবদুল মাজেদ খান পেয়েছেন ৩৮, ২১৪ভোট। অন্যদিকে দোয়াত-কলম মার্কার আব্দুল হাকিম পেয়েছেন মাত্র ৬,৪০০ভোট।

ভাইস চেয়ারম্যান প্রার্থী সিঙ্গাইর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক তালা মার্কার রমিজ উদ্দিন পেয়েছেন ৪৫,৭৫৮ ভোট। তার নিকটতম

প্রতিদ্বন্দ্বি মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য, মাইক মার্কার অ্যাডভোকেট আবদুস সালাম পেয়েছেন ৩০,৬২৯ ভোট। টিউবওয়েল মার্কার তোফাজ্জল হোসেন পেয়েছেন ১৬,২১৩ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মানিকগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন পেয়েছেন ৬৯৬৮১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কলসি মার্কার আফরোজা খান লিপি পেয়েছেন ২২,৮২৮ ভোট।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com