মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:০৯ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের রোয়াংছড়ি-রুমা সীমান্তের ফালংক্ষ্যং নামক এলাকায় দুই শসস্ত্র গ্রুপের গোলাগুলিতে ৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার সন্ধ্যায় দুই শসস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় তারা নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় দুই শসস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। আর এই ঘটনার পর উক্ত এলাকার সাঙ্গু নদীর তীরে ৪ জনের লাশ পড়ে থাকে। তবে তারা কোন গ্রুপের সদস্য বা তাদের নাম ও পরিচয় এই বিষয়ে কোন তথ্য জানা যায়নি।
এদিকে এই ঘটনার খবর পেয়ে রোববার সকালে সেনাবাহিনী, পুলিশ এই চার জনের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে গেছে। এই ঘটনায় এলাকায় চরম আতংক বিরাজ করছে।