শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন

সকলকে নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচল করার আহ্বান: গাজীপুর পুলিশ সুপার

কালিয়াকৈর প্রতিনিধি::

করোনা ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে নিরাপদ দুরত্ব বজায় রেখে চলাচল করার জন্য জনসাধারণকে আহ্বান জানিয়েছেন, গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার।

তিনি রোববার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন জনসমাগম এলাকায় বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিন মেনে চলাসহ সকলকে সচেতন থাকার জন্য গাড়ী বহর নিয়ে মাইকিংসহ প্রচার অভিযানকালে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, হোম কোয়ারেন্টেনে থাকা সকলকেই নিময়ম মেনে চলতে জেলা পুলিশের পক্ষ থেকে সবসময় খোঁজ খবর রাখা হচ্ছে। প্রত্যেক ওয়ার্ডে পুলিশের গোয়েন্দা সদস্যরা কাজ করছে যাতে বিদেশ ফেরতরা কোন ভাবেই হোম কোয়ারেন্টেনে না থেকে বাইরে ঘুরাফেরা না করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো.আমিনুল ইসলাম, গাজীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন মজুমদার, কালিয়াকৈর থানার তদন্ত (ওসি) সানোয়ার জাহানসহ পুলিশের কর্মকর্তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com