রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:০১ অপরাহ্ন

শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে…নৌ প্রতিমন্ত্রী

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥

গত শুক্রবার বোচাগঞ্জ উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, করোনা মহামারীর মধ্যেও দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেয়ার জন্য বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো নির্মাণের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঢেলে সাজাচ্ছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য ড. কুদরত-ই খোদাকে দিয়ে একটি শিক্ষা কমিশন গঠন করেছিল। সেই শিক্ষা কমিশন রিপোর্টও দাখিল করেছিল কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করার পর সেই রিপোর্ট আর আলোর মুখ দেখেনি।

মন্ত্রী বলেন, এটি কোন ব্যাক্তি বা পরিবারের হত্যা নয় এটি একটি জাতি রাষ্ট্র এবং ৩০ লক্ষ শহীদের স্বপ্নকে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলেই শাহেদ ও ডাঃ সাবরিনাদের মত অপরাধীরা আজ আইনের আওতায় এসেছে। যারাই অপরাধ করছে সরকার তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিচ্ছে। আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে না পারি তাহলে সরকারের সকল অর্জন ব্যাহত হবে। এজন্য শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মাধ্যমে বঙ্গবন্ধু তথা ৩০ লক্ষ শহীদের স্বপ্ন সোনার বাংলা বিনির্মানে সকলকে কাজ করতে হবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি/শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com