বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৩১ অপরাহ্ন
দেলোয়ার হোসেন বাদশা, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:: শহরের আদলে গ্রামকে তৈরী করতেই কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বর্তমানে শহরের পাশাপাশি গ্রামেও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদরাসা গুলোতে আধুনিক অ্যাকাডেমিক ভবন নির্মান করা হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা উন্নত বিশ্বের রোল মডেল জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা । উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় চিরিরবন্দর মহিলা কলেজ হতে কারেন্টহাট ব্রীজ পর্যন্ত ৮৭ লক্ষ টাকা ব্যয়ে নব-নির্মিত পাঁকা রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সূনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা প্রকৌশলী ফারুক হাসান, চিরিরবন্দর থানার কর্মকর্তা ইনচার্জ (তদন্ত) মো.মসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন গোলাপসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।