মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান রিজিয়নের আলীকদম সেনা জোনের উদ্যোগে আলীকদম ও লামা উপজেলার দুস্থ জনগণকে শনিবার দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মেডিকেল ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ ডাক্তার ১০ টি বুথে চিকিৎসা প্রদান করেন। মেডিকেল ক্যাম্পে উপস্থিত জনতার উদ্দেশ্যে জোন কমান্ডার, আলীকদম জোন লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি সংক্ষিপ্ত বক্তব্য দেন।
শনিবার (২ এপ্রিল) লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেডিকেল ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দুস্থদেরকে চিকিৎসাসেবা দেন।
সেনা জোনের এ উদ্যোগের সাথে ডব ধৎব উৎবধসবৎং নামের একটি প্রতিষ্ঠান শামিল হয়। এ প্রতিষ্ঠানটি স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে থাকে।
জানা গেছে, এ স্বাস্থ্য শিবিরের মাধ্যমে লামা ও আলীকদম উপজেলার রোগীদের স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি, স্ক্রীন করা, সাধারণ রোগের চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্রের দেয়া তথ্যমতে, এ মেডিকেল ক্যাম্পে ৮ হাজার জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষুধ বিতরণ করার লক্ষ্যমাত্রা ছিল। এ রিপোর্ট লিখা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা চলছিল। এ মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারগণ চোখ, নাক, কান, গলা, হৃদরোগ ও বক্ষব্যাধী, লিভার, কিডনি, চর্ম ও যৌন রোগ, শিশু বিভাগ, প্রসূতি ও স্ত্রীরোগ, নিউরোমেডিসিন, পেইন ক্লিনিক বাত-ব্যথা ও ফিজিক্যাল মেডিসিন প্রভৃতির চিকিৎসা দেন। মেডিকেল ক্যাম্প পরিদর্শ করছেন আলীকদম জোন কমান্ডার, লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি।
এছাড়াও ফিজিওথেরাপি, ডায়াবেটিস টেস্ট, ইউরিন টেস্ট ও ইসিজি আলট্রাসনোগ্রাফির পরীক্ষা করা হয়। মেডিকেল ক্যাম্পে উপস্থিত জনতার উদ্দেশ্যে আলীকদম জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ মনজুরুল হাসান, পিবিজিএম, পিএসসি বলেন, মাদক পরিহার করে সকলকে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনযাপনে আগ্রহী হতে হবে।