মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

রোয়াংছড়িতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল আসামি গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের রোয়াংছড়ির নোয়াপতং ইউনিয়নে এক নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শ্যামল তঞ্চঙ্গ্যা (২৩) নামে মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ মার্চ) বান্দরবানের পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ওই ইউনিয়নে চুই রং মা মারমা (৪০) নামে এক নারীকে ধর্ষণের পর হত্যা করেন শ্যামল তঞ্চঙ্গ্যা। গ্রেফতার শ্যামল বান্দরবানের রোয়াংছড়ি সদর উপজেলার বাসিন্দা।

এসপি জেরিন আখতার জানান, ঘটনার পর ভিকটিমের ছেলে উশৈচিং মার্মার লিখিত অভিযোগে চারজনকে আসামি করে রোয়াংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্তে নামে এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে মূল আসামি শ্যামলকে গ্রেফতার করা হয়।

জেরিন আখতার আরও জানান, শ্যামলকে আদালতে তোলা হলে তিনি ওই নারীকে ধর্ষণ ও হত্যায় একাই জড়িত বলে স্বীকারেক্তি দিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ মার্চ নোয়াপতং ইউনিয়নের পাহাড়ের এক জুম ঘরে ওই নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com