সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন

রাণীশংকৈলে সেই পরীক্ষা কেন্দ্রে এবার বোর্ড কর্তৃক তদন্ত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বিএম কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ১ম ও ২য় বর্ষের পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী নবাবকে অব্যাহতি দেওয়ার পর। এবার বিষয়টি নিয়ে বাউবি’র শিক্ষা বোর্ড কর্তৃক তদন্ত হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা বোর্ডের উপ-পরিচালক (প্রশাসন) আব্দুল্লাহ আল কাফি এ তদন্ত করে। এসময় তদন্ত কমিটি কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আলী নবাব, ইউএনও’র প্রতিনিধি উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী তরিকুল ইসলাম, সহকারি শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেনের লিখিত জবানবন্দি নেয়। তদন্ত শেষে আব্দুল্লাহ আল কাফি বলেন,আমি তদন্ত করেছি এ তদন্তের প্রতিবেদন বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিবো। তারপর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, রাণীশংকৈলে উন্মুক্ত পরীক্ষায় উন্মুক্ত নকল খবর প্রকাশের পর। ১৩ মে পরীক্ষা কেন্দ্র কমিটির সভাপতি ইউএনও মৌসুমী আফরিদা তড়িৎ গতিতে ঐ কেন্দ্রর ভারপ্রাপ্ত কর্মকর্তা বিএম কলেজের অধ্যক্ষ হাসান আলী নবাবকে সহ পাঁচ সদস্য বিশিষ্ট কেন্দ্র কমিটির আরো দুই সদস্যকে অব্যাহতি দিয়ে ঐ কলেজে সহকারী অধ্যাপক আব্দুল কাদিরকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে নিয়োগ দিয়ে নতুন কমিটি করে। ইউএনওর পরে এবার শিক্ষা বোর্ড কর্তৃক নকলের মাধ্যমে পরীক্ষার বিষয়টি নিয়ে তদন্ত হলো।
তবে ইউএনও মেীসুমী আফরিদা এ বিষয়ে আর কোন পদক্ষেপ না নিয়ে এবং কি তিনি তদন্ত কমিটি গঠন না করে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটিকে কেন্দ্রটি রাখার অনুরোধ করেন। এবার থেকে যে ৬টি বিষয়ে পরীক্ষা রয়েছে তা খুব কাছাকাছি থেকে মনিটরিং করবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com