বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি::
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ফেন্সিডিলসহ পারভীন আক্তার (৩০) নামে এক মহিলাকে আটক করেছে রাণীশংকৈল থানা পুলিশ। তিনি উপজেলার বড়বাঁশবাড়ী গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে রাণীশংকৈলে ব্র্যাক অফিসের কাছে ভ্যানিটি ব্যাগ হাতে নিয়ে পারভীন দাঁড়িয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পারভীনের ভ্যানিটি ব্যাগ তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে তাকে থানায় নিয়ে আসে।
এব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।