বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

রাণীশংকৈলে ছেলে ধরা গুজবে ২জনকে উদ্ধার

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি::

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে থানা পুলিশ আজ সোমবার (২২ জুলাই) উপজেলার জওগাঁ ও মীরডাঙ্গী এলাকা থেকে উত্তেজিত জনতার রোষানল থেকে ছেলে ধরা গুজবে ২ জনকে উদ্ধার করেছে। এসময় উত্তেজনা সৃষ্ঠিকারি ২জনকেও আটক করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, নীলফামারী জেলার ডোমার উপজেলা মজিবর রহমানের পুত্র রশিদুল ইসলাম (৪৮) জওগাঁ গ্রামে মাদ্রাসার সাহায্য আদায় করছিল এবং দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মাজেদ আলী’র পুত্র (মানসিক রোগী) শাকিব (২৮) ভিক্ষা করছিল। স্থানীয় লোকজন তাদের আটক করে ছেলে ধরা সন্দেহে মারপিট শুরু করে। খবর পেয়ে থানা পুলিশ জনগনের রোষানল থেকে তাদের উদ্ধার করে থানা হেফাজতে রাখে। উত্তেজনা সৃষ্ঠিকারি মীরডাঙ্গী এলাকার খাজামুদ্দিনের পুত্র ইউসুফ আলী (৩৬) ও ইসলাম উদ্দীনের পুত্র আবুল হোসেন (২৯) কে আটক করে। এসময় ছেলে ধরা গুজব এলাকায় ছড়িয়ে পড়লে আটককৃতদের এক নজর দেখার জন্য থানায় হাজারো মানুষের সমাগম ঘটে।

স্থানীয় লোকজনকে শান্ত করতে উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা বলেন, বিষয়টি সত্য নয়, এটি একটি গুজব, জনগণকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন।

এ প্রসঙ্গে, থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, মানসিক রোগী শাবিককে হরিপুর উপজেলার ভেটনা গ্রামে তার বড় ভাইর জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং রশিদুলের নীলফামারি জেলায় খবর পাঠানো হয়েছে। ছেলে ধরা গুজবে কান না দেওয়ার জন্য অভিভাবকদের উদ্দেশ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং বের করা হবে।

অপরদিকে সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, প্রতিদিনই কিছু অভিভাবক আমাকে ফোন করে বলেন যে স্যার আমার ছেলেটাকে ১৫ দিন স্কুল পাঠাবো না, যে ছেলে ধরা শুরু হয়েছে। এমনি ভাবে গুজবে কান দিয়ে স্কুল গুলিতে শিক্ষার্থীদের উপস্থিতি কমতে শুরু করেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com