বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন
রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও আরোহী দুইজনই নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ আগস্ট) ভোর আনুমানিক ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
পাংশা হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, মোটরসাইকেলটি কুষ্টিয়া থেকে রাজবাড়ীর দিকে আসছিলো। তারা কালুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ব্রিজের পিলারে সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক ও আরোহী দুজন মারা যান। নিহত দুজনই অজ্ঞাতনামা। তাদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ এর মধ্যে হবে।