বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
ফরিদপুর প্রতিনিধি:: রাজবাড়ীতে র্যাবের অভিযানে ১৯২ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
ফরিদপুর র্যাব ক্যাম্প সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ব্যক্তি ফেন্সিডিল এর একটি চালান নিয়ে ট্রাক যোগে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক ব্যবহার করে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা করেছে। সংবাদ অবহিত হওয়ার পর র্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক এবং স্কোয়াড অধিনায়ক এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২ ফেব্রুয়ারী) ভোরে রাজবাড়ী জেলার পাংশা থানাধীন ডন মোড় নামক স্থানে কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনার মাধ্যমে মাদক ব্যবসায়ী মোঃ লাল্টু মিয়া (২৭)কে ১৯২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। সে ঝিনাইদহ মহেশপুর উপজেলার অনন্তপুর গ্রামের মোঃ আব্দুল গাফ্ফারের ছেলে।
এ সময় তার কাছ থেকে ১৯২ বোতল ফেন্সিডিল, মাদক সরবরাহের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক, ট্রাকে থাকা ৪২পিচ স্টিলের সীট এবং মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি থেকে জানা যায় সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ট্রাক যোগে ফেন্সিডিল সরবরাহ করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে।