শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি::
রাজবাড়ীতে সদর উপজেলার খানখানাপুর নামক এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত একজন।
হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
আজ রোববার (১৪ জুন) পৌনে ১১টায় খানখানাপুর ছোট ব্রিজ এসপিবি ইটভাটাসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা রবিউল বলেন, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের লাশ দেখতে পান। তাদের মধ্যে তিনজন ছিলেন প্রাইভেটকারে। আরেকজনকে পাওয়া গেছে ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায়।
এখনও উদ্ধারকাজ চলছে জানিয়ে তিনি বলেন, প্রাইভেটকার থেকে তারা তিনজনের লাশ উদ্ধার করলেও ট্রাকের নিচে চাপা পড়া একজনের লাশ এখনও উদ্ধার করা যায়নি। এছাড়া ট্রাকের নিচে জীবিত একজনও চাপা পড়ে রয়েছেন। ট্রাক সরিয়ে তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি বলেন, প্রাইভেটকারটি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিল। আর ট্রাকটি যাচ্ছিল ফরিদপুরের দিকে। প্রাইভেটকার থেকে তিনজনের লাশ উদ্ধার করা হলেও তাতে আরও কেউ ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেছে।