বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন

রাজবাড়ীতে জেলা আ’লীগের সাংবাদিক সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি:: রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী এর নির্দেশনায় উগ্রবাদ জঙ্গিবাদ ও সাম্প্রতিক শক্তি হেফাজতের দেশব্যাপী তান্ডব ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এবং বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন করেছে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ।

শনিবার (১০ এপ্রিল) সকাল ১১টায় দলীয় কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. শফিকুল হোসেন লিখিত বক্তব্যে বলেন, আমাদের প্রতিবেশী দেশ ভারত সরকার প্রধান আগমনকে কেন্দ্র করে উগ্রমৌলবাদী সংগঠন হেফাজতে ইসলাম বিএনপি-জামাতের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণে ও মদতে ভারত সরকারের প্রধানের আগমন প্রতিহত করার জন্য উস্কানিমূলক বক্তব্য ও ধ্বংসাত্মক কার্যকলাপ শুরু করে। সরকার এবং বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষের ধৈর্য ও সহিষ্ণুতার সাথে তারা মোকাবেলা করার চেষ্টা করেছেন। মূলত তাদের উদ্দেশ্য ছিল পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করা তথা মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সাফল্য অর্জন পন্ড করা।

হেফাজতে ইসলাম সারা বাংলাদেশে পরিকল্পিতভাবে তারা যে তান্ডব চালিয়েছে ১৯৭১ সালে রাজাকার পাকিস্তান হানাদার বাহিনীর তান্ডবকেও হার মানিয়েছে। এই সকল কর্মকান্ড বিরুদ্ধে রাজবাড়ী জেলা আওয়ামী লীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা অনতিবিলম্বে সন্ত্রাসী ধর্ম ও উগ্র মৌলবাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও শাস্তিমূলক গ্রহণের জোর দাবি জানাচ্ছি। আপনারা লক্ষ্য করেছেন যে সম্পৃক্ত মামুনুল হকের অনৈতিক কার্যক্রম এর বিষয়কে কেন্দ্র করে হেফাজত ইসলাম আবারো ধ্বংসাত্মক কর্মকান্ড করার ষড়যন্ত্র করছে।

ভবিষ্যতে উগ্র মৌলবাদী সংগঠনগুলোর যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে রাজবাড়ী জেলা আওয়পামী লীগ ও সকল সহযোগী সংগঠনের রাজপথ থেকে রাজনৈতিক মোকাবেলার জন্য প্রস্তুত আছে। বন্ধুগণ আপনারা সকলে অবগত আছেন যে বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর কারণে বিশ্বব্যাপী গভীর সংকট সৃষ্টি হয়েছে। জনজীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে।

আপনারা লক্ষ্য করে থাকবেন করোনার প্রথম ধাপে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা আলোকে সরকারি সহ তার পাশাপাশি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি জিল্লুল হাকিম এমপি ও সাধারণ সম্পাদক জননেতা কাজী ইরাদত আলী তাদের ব্যক্তিগত অর্থায়নে পাংশা বালিয়াকান্দি কালুখালী রাজবাড়ী সদর উপজেলার প্রতিটি জনপদে খাদ্য চিকিৎসা সহ সব ধরনের সহায়তা প্রদান করেছেন। স্বাধীনতা-উত্তর রাজবাড়ীর ব্যক্তি উদ্যোগে এ ধরনের সহয়াতা নজির নেই।

এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গনেশ নারায়ন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফকির আব্দুল জব্বার, যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল আজম মামুন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রমজান আলী খান, পৌর আওয়ামী লীগের সবাপতি এড. উজির আলী শেখে, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শফি, জেলা ছাত্র লীগের সবাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ প্রমুক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com