রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ন
মো: রেজাউল করিম রয়েল শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি॥ মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে শ্রীনগরে ৩ হাজার শিক্ষার্থীর মাঝে হেলথ কার্ড বিতরণ করা হয়েছে। কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক মো: আবু জাফর রিপন (বিপিএএ)।
রবিবার বেলা ১২ টায় শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারেফ হোসাইন এর সভাপতিত্বে অত্র কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন এর সঞ্চলনায় কার্ড বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুদুল আলম, শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ