শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৩ পূর্বাহ্ন

মানোনীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০২১ সাল: রাষ্ট্রপতি

আলহাজ হোসেন, কালিয়াকৈ(গাজীপুর)প্রতিনিধি::

উন্নয়নকে এগিয়ে নিতে জনগনকে ইতিবাচক, আধুনিক ও বিজ্ঞানমনষ্ক দুষ্টিভঙ্গি নিয়ে উন্নয়ণ যাত্রায় সামিল হতে হবে। স্কাউটিং কার্যক্রম পারে ভবিষ্যত প্রজন্মকে আধুনিক, প্রগতিশীল, সৃজনশীল হিসেবে গড়ে তুলতে এবং সমাজকে এগিয়ে নিতে হবে।

সোমবার বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষন কেন্দ্রে চারদিনব্যাপী আয়োজিত বাংলাদেশ স্কাউটস আয়োজিত ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিতী হিসেবে বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশে আজ মুক্তযুদ্ধের পতাকাবাহী গণতান্ত্রিক সরকার। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজের পরির্পূণতা দানের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ সাল ভিশন ২০৪১ এবং শতর্বষী ব-দ্বীপ পরকিল্পনা ২১০০ গ্রহণ করছেন। জাতীসংঘ টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ অর্জনসহ ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করার মহাপরিকল্পনার উদ্দেশ্যে। তবে উন্নয়নকে এগিয়ে নিতে জনগণকে ইতিবাচক আধুনিক বিজ্ঞান মনষ্ক দৃষ্টিভঙ্গি নিয়ে উন্নয়নের যাত্রা শামিল হতে হবে। স্কাউটিং কার্যক্রম পারে ভবিষ্যৎ প্রজন্ম আধুনিক গতিশীল সৃজনশীল হিসেবে গড়ে তোলার এবং সমাজকে এগিয়ে নিতে।

বাংলাদেশ স্কাউটসের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, বাংলাদে স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও দুদকের কমিশনার মোজাম্মেল হক খান, ৯ম জাতীয় কাব ক্যাম্পুরী সাংগঠনিক কমিটির সভাপতি ও নির্বাচন কমিশনের সচিব মো: আলমগীর বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com