মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

মদের বিষক্রিয়ায় কিশোরগঞ্জে আ.লীগের ২ নেতাসহ চারজনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি:: মদের বিষক্রিয়ায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আওয়ামী লীগের দুই সাংগঠনিক সম্পাদকসহ চারজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস (৫৭), জহির রায়হান (৫৮) এবং ভাটি দোয়ারিয়া এলাকার বাসিন্দা ডাক্তার গোবিন্দ বিশ্বাসের (৪৫) মৃত্যু হয়।

এর আগে গতকাল রোববার রাতে মদ পানের পর উপজেলার একরামপুর গ্রামের বাসিন্দা শাজাহান মিয়া (৫২) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়। মদ পানের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জহির রায়হানের মৃত্যু হয়। আর ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গিয়াস উদ্দিন গিয়াস ও ডাক্তার গোবিন্দ বিশ্বাসের মৃত্যু হয়।

এছাড়াও এ ঘটনায় ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রয়েছেন পৌর প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব।

কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়াছির মিয়া এসব তথ্য নিশ্চিত করে জানান, মদের বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রয়েছেন কুলিয়ারচর পৌর প্যানেল মেয়র হাবিবুর রহমান হাবিব। এছাড়াও ৮ থেকে ১০জন অসুস্থ রয়েছেন।

কুলিয়ারচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, তাদের মেডিকেল রিপোর্ট দেখে মৃত্যুর কারণ বলা যাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com