শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি::
রবিবার সকালে বোচাগঞ্জ উপজেলার মতিজাপুর উচ্চ বিদ্যালয় চত্বরে ২০১৯ শিক্ষাবর্ষের এস.এস.সি পরীক্ষার্থীদের ফেয়ারুল অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ জিয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রফিকের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিয়ারুল হক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নবাব আলী প্রমুখ। আলোচনা শেষে এস.এস.সি বিদায়ী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার উপকরণ তুলে দেয়া হয়।