শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি ॥
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপির হাতকে শক্তিশালী করার লক্ষে আজ বুধবার (২৮ নভেম্বর) সকালে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে খালিদ মাহমুদ চৌধুরী এমপির হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে বাংলাদেশ আওয়ামীলে যোগদান করেছে সেতাবগঞ্জ চিনিকলের বিশিষ্ট শ্রমিক নেতা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ হাবিবুর রহমান দুলাল।
এসময় হাবিবুর রহমান দুলালের নেতৃত্বে বিএনপির বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক নেতাকর্মী আওয়ামীলে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, বিএনপি একটি জঙ্গী সংগঠন এই কথাটি অনুধাবন করার পর হাবিবুর রহমান দুলাল বিএনপির সভাপতি পদ থেকে অনেক আগেই পদত্যাগ করেছেন। আজ হাবিবুর রহমান দুলাল সহ অন্যান্য নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামীলীগে যোগদান করায় এম তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন একমাত্র আওয়ামীলীগ ছাড়া অন্য কোন দল বাংলাদেশকে উন্নত বিশ্বের কাতারে দার করাতে পারবেনা। দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এমপি পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।