মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন

বোচাগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের অংশ হিসেবে শনিবার (১১ জানুয়ারী) দিনাজপুরের বোচাগঞ্জে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ-মন্ত্রনালয়ের উদ্দ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

কর্মসূচীর মধ্যে সকাল ১০টায় উপজেলা চত্ত্বর থেকে সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে আনন্দ শোভাযাত্রা, সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন, সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন শীর্ষক আলোচনা, দুপুর আড়াই টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্ত্বরে শিশু কিশোরদের অংশ গ্রহনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৪টা থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় শিল্পী, কলাকুশলী ও সাংস্কৃতিক ব্যাক্তিবৃন্দের অংশ গ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ৫৬ মিনিট পর্যন্ত সেতাবগঞ্জ বড়মাঠে দেশ বিদেশের বরেন্য শিল্পী কলাকুশলীদের অংশ গ্রহনে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, এছাড়া সেতাবগঞ্জ বড়মাঠে রাত ৮টা ৫৭ মিনিট থেকে রাত ৯টা ২মিনিট পর্যন্ত চোখধাঁধানো আতশবাজি প্রদর্শন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com