রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:০১ অপরাহ্ন

বোচাগঞ্জে নৌপরিবহন প্রতিমন্ত্রীর রোগ মুক্তি কামনায় দোওয়া মাহফিল

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপির রোগ মুক্তি কামনায় গত রবিবার (২০ সেপ্টম্বর) সকাল ১১টায় জাতীয় শ্রমিক লীগ সেতাবগঞ্জ চিনিকল শাখার অফিস কার্যালয়ে এক দোওয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোওয়া মাহফিলে বোচাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, শ্রমিক লীগের আহবায়ক প্রশান্ত কুমার চৌহান, সদস্য সচিব মোঃ ইলিয়াস আলী সরকার সহ শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার দেশ বরেন্য এই জননেতা করোনায় আক্রান্ত হিসেবে সনাক্ত হন। ১৬ সেপ্টম্বর বুধবার সকালে নৌপরিবহন মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান মন্ত্রী মহোদয়ের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি এখন বাড়িতে আইসোলেশনে আছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com