শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৩৫ অপরাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ গত ২৩ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের মহব্বতপুর গ্রামের বসবাসকারী শেখ রফিক উদ্দীনের পুত্র একাধিক মামলার আসামী মোঃ আনিছুর রহমান আনিস (৪০)কে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিটিয়ে হত্যা করেছে একই গ্রামের প্রতিপক্ষরা।
এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আনিসের চাচা মোঃ রমজান আলী কালু (৬০) ও তার তিন ছেলে যথাক্রমে মোঃ কাদের গনি (২৮), আব্দুর রহমান (১৬) ও মোঃ সাগর (১৪)কে আটক করেছে থানা পুলিশ।
ঘটনার বিবরনে জানা গেছে, গত মঙ্গলবার সন্ধায় আনিছ ঠাকুরগাও জেলার শিবগঞ্জ থেকে তার নিজগ্রাম মহব্বতপুর এসে তার প্রতিপক্ষদের হত্যা করার হুমকি দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষ চাচা মোঃ রমজান আলী (কালু) গং সহ আনিছের অন্যান্য প্রতিপক্ষরা তাকে আটক করে লিচু বাগানে নির্যাতন করার সময় ইশানিয়া ইউনিয়নের জৈনিক চৌকিদার বোচাগঞ্জ থানায় ঘটনার বিষয়ে খবর দিলে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দর রহমান ঘটনাস্থলে গিয়ে কাউকে না পেয়ে আনিছের প্রতিপক্ষ চাচা কালুকে থানায় নিয়ে আসে।
আজ বুধবার সকালে পুলিশ আনিসের লাশ তার নিজ গ্রাম মহব্বতপুর থেকে উদ্ধার করে। উল্লেখ্য যে হত্যাকন্ডের শিকার আনিছের বিরুদ্ধে মাদক সহ একাধিক মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।