শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:২৮ অপরাহ্ন

বোচাগঞ্জে আশার ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষন

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি::

বুধবার সকালে মৎস্য বীজ উৎপাদন খামার পাঁচদিঘী সেতাবগঞ্জ দিনাজপুরের ট্রেনিং সেন্টারে বে-সরকারী প্রতিষ্ঠান আশার গ্রাজুয়েট ২০ জন মৎস্য চাষি ঋণী সদস্যকে দিন ব্যাপী ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষন দেয়া হয়েছে। এতে প্রধান প্রশিক্ষক ছিলেন বোচাগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ নাহিদ হোসেন।

এছাড়াও আশার দিনাজপুর (বীরগঞ্জ) এর সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার মোঃ একরামুল হক, মোঃ মফিদুল ইসলাম, সেতাবগঞ্জ অঞ্চল, মোঃ শফিউল আলম ও মোঃ মামুনুর রশিদ সেতাবগঞ্জ ১ ও ২ ব্রাঞ্চ আশা দিন ব্যাপী মৎস্য চাষিদের প্রশিক্ষণ দিয়েছেন। এ কর্মসূচীর উদ্দেশ্যঃ মৎস্য চাষিদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদের দক্ষ কর্মী/উদ্যোক্তা সৃষ্টির পাশাপাশি তাদের কর্মসংস্থান তৈরি। মৎস্য চাষে নতুন নতুন বিনিয়োগকারীকে আশার ঋণ কার্যক্রমে সম্পৃক্তকরণের মাধ্যমে তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করা সহ দেশের মৎস্য উৎপাদনে অবদান রাখা এবং প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠির আমিষের চাহিদা পূরণে মৎস্য চাষে আশার বিনিয়োগ সম্প্রসারণ ইত্যাদি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com