শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৫:৩৩ পূর্বাহ্ন
মোঃ শামসুল আলম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি গত শুক্রবার বিকেলে বোচাগঞ্জ উপজেলার ৪নং-আটগাও ইউনিয়নের আটগাও চৌরাস্তায় নির্বাচনী জন সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, একটা সময় ছিল চোর ডাকাতের ভয়ে মানুষ আটগাও ইউনিয়নের রাস্তা গুলো দিয়ে চলাচল করতে ভয় পেত। আওয়ামীলীগ সরকার ২য় মেয়াদে ক্ষমতায় আসার পর আমরা দায়িত্ব নিয়ে মানুষের সেই আতংক দুর করেছি। এখন চুরী ডাকাতি নাই বললেই চলে। মানুষ এখন নিরাপদ ভাবে রাতের বেলা রাস্তা দিয়ে চলাচল করে।
এমপি আটগাও ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন, আমি আটগাও বাসীর সম্মানের কথা মাথায় রেখে আটগাও দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন প্রধানমন্ত্রীর মাধ্যমে উদ্বোধন করেছি। আটগাও বাসীর কথা মাথায় রেখে এই ইউনিয়নে কোটি কোটি টাকা ব্যায়ে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মান করা হচ্ছে। রেল যোগাযোগ, সড়ক যোগাযোগের উন্নয়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, শিক্ষারমান উন্নয়নে নতুন নতুন স্কুল প্রতিষ্ঠাসহ দুই উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছি।
এমপি বলেন, গত নির্বাচনে আমি ৫০ হাজার ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছিলাম এবার যদি তার চেয়ে কম ভোটে নির্বাচিত হই তাহলে প্রধানমন্ত্রীর সামনে আমাকে মাথা নিচু করে থাকতে হবে। তাই গত বারের চেয়ে দ্বিগুন ভোটে নৌকা মার্কার জয় নিশ্চিত করার মাধ্যমে প্রধানমন্ত্রীকে দেখিয়ে দিতে হবে বিরল বোচাগঞ্জের মানুষ নৌকার পক্ষে এখানে অজয় শক্তি হিসেবে অবস্থান করছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমান এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ফয়জুল আলম বাবলু চৌধুরী প্রমুখ।