বুধবার, ১৩ অগাস্ট ২০২৫, ১১:২৩ অপরাহ্ন

বীর বাহাদুর উশৈসিংকে আবারো পূর্ণমন্ত্রী হিসেবে দেখতে চায় পার্বত্যবাসী

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: প্রধানমন্ত্রীর কথা রেখেছে বান্দরবানবাসী, সপ্তম বার নৌকার জয় অব্যাহত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য জেলা বান্দরবানের মানুষ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কথা রেখেছেন বলে মন্তব্য করেছেন। বান্দরবানে বিগত ৬ টি জাতীয় সংসদ নির্বাচনের পর ৭ম বারের মতো আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসন হতে নির্বাচিত প্রার্থী বীর বাহাদুর উশৈসিং এমপি। নির্বাচন পরবর্তী জেলার বিভিন্ন উপজেলা হতে আগত হাজারো নেতাকর্মী ও সামাজিক সংগঠনের ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে তিনি এ কথা বলেন।

গত ৭ই জানুয়ারির অংশগ্রহণমূলক নির্বাচনে জেলায় মোট ভোটারের ৬৪.৯% ভোট কাস্ট হয়েছে বলে জানাযায় নির্বাচন কমিশনের সুত্রে।

এদিকে নির্বাচনের পরের দিন হতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন পাহাড়ের জনপ্রিয় নেতা বীর বাহাদুর উশৈসিং। সকাল থেকেই জেলার রাজার মাঠ এলাকায় মন্ত্রীর অস্থায়ী কার্যালয়ে জেলার ৭ উপজেলা ৩৪ ইউনিয়ন ও ২ টি পৌরসভার দুরদুরান্ত থেকে হাজারো নেতাকর্মীরা আসেন নির্বাচন পরবর্তী বিজয়ের শুভেচ্ছা জানাতে।

এছাড়াও জেলার বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়িক প্রতিনিধি, সাংবাদিক সংগঠন সহ সকলেই শুভেচ্ছা জানান ৩০০ নং আসনের সাংসদ বীর বাহাদুর উশৈসিং কে। এদিকে নির্বাচন পরবর্তী জেলার সকল স্থরের সাধারণ মানুষের একটাই দাবি আবারো যেনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যবাসীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পাহাড়ের উন্নয়নের রুপকার বীর বাহাদুর উশৈসিং কে পূর্ণমন্ত্রীত্ব প্রদান করেন।জেলার অসমাপ্ত উন্নন কাজ,এবং পরিকল্পিত স্মার্ট পার্বত্য জেলা গড়ায় আবারো যেনো বীর বাহাদুরকে দায়িত্ব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটাই চাওয়া সর্বস্তরের পাহাড়ি, বাঙ্গালী সহ ১২ টি জাতিগোষ্ঠী জনসাধারণের।

উল্লেখ্য, বান্দরবান ৩০০ নং আসনে বীর বাহাদুর উশৈসিং ১৯৯১, ১৯৯৬,২০০১,২০০৮ , ২০১৪,২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের ৭ জানুয়ারি সপ্তম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়।তিনি আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে ২০১৪ সালের ১২ জানুয়ারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সালের ৫ জানুয়ারি থেকে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com