শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥
নৌকার বিজয় নিশ্চিত করতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের একযোগে কাজ করার আহবান।
বুধবার বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়ন, মরিচা ইউনিয়ন ও ১২নং আঞ্চলিক শাখার আওয়ামী লীগের কর্মীসভায় এমপি মনোরঞ্জন শীল গোপাল এ আহবান জানান।
তিনি আরো বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে এ আসনের ভোটাররা নৌকা মার্কাকে বিপুল ভোটে জয়ী করবে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। গত দশ বছরের ধারাবাহিক সরকারের মধ্যে দিয়ে জনগণের মৌলিক চাহিদা পূরণের সক্ষমতা অর্জন করেছে দেশ। দেশের এমন কোন সেক্টর নেই যে সেক্টরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোঁয়া লাগেনি তাই এ ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
কর্মী সভায় বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম আলম ফিরোজ ও ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।