শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন

বীরগঞ্জে প্রকৌশলী দপ্তরের আয়োজনে ২০ লক্ষ টাকার সরঞ্জাম বিতরন

এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনে এডিপি ও রাজস্ব অর্থায়নে ২০ লক্ষ টাকার ৫০টি হুইল চেয়ার, ৫০টি সেলাই মেশিন, কৃষকদের জন্য বালাই নাশক সার সহ বিভিন্ন সরঞ্জাম বিতরন করা হয়েছে।

বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ামিন হোসেনের সভাপতিত্বে বিভিন্ন সরঞ্জাম বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

উপজেলা সমাজ সেবা অফিসার সারওয়ার মুরশেদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী ফিরোজ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কালিপদ রায়, বীরগঞ্জ থানার ওসি তদন্ত বিশ্বনাথ দাস গুপ্ত, নিজাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এম.এ খালেক সরকার, মোহাম্মদপুর ইউনিয়ন চেয়ারম্যান গোপাল দেব শর্মা, ভোগনগর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামান পান্না, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শামীম ফিরোজ আলম, পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক রতন ঘোস পিযুষ প্রমুখ।

এসময় প্রধান অতিথি এডিপি ও রাজস্বের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩৫০ টি ফুটবল, ৭৫ জোড়া বেঞ্চ, ১০টি ভলিবল, ৭ টি মাল্টি মিডিয়া প্রজেক্টর, প্রতিবন্ধী জন্য ৫০টি হুইল চেয়ার, গরীব ও দুস্থদের ৫০টি সেলাই মেশিন, ১১০০ কৃষকে বালাই নাশক সেক্স ফরম্যান কীটনাশক সহ প্রায় ২০ লক্ষ টাকার মালামাল উপহার প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com