শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ১০:২৭ অপরাহ্ন
এন.আই.মিলন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি::
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় থানসামার সার ও ডিজেল ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এঘটনায় অটোরিক্সা চালক মোঃ জিহাদ (১৮) নামে আরও একজন আহত হয়েছে
মঙ্গলবার দুপুর ১টায় বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ-খানসামা সড়কে এদুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ আজিজুল ইসলাম (৪৫) জেলার খানসামা উপজেলার শুলশুলি গ্রামের মৃত একিম উদ্দিনের পুত্র ও ২ সন্তানের জনক। আহত অটোরিক্সা চালক মোঃ জিহাদ (১৮) একই এলাকার ফরিদাবাদ গ্রামের মোঃ মোজাহার উদ্দিনের পুত্র।
নিজপাড়া ইউপি সদস্য মোঃ ওবাইদুর রহমান জানান, বীরগঞ্জ হতে অটোরিক্সা যোগে নিজবাড়ী খানসামা উপজেলা শুলশুল গ্রামে যাচ্ছিলেন সার ব্যবসায়ী মোঃ আজিজুল ইসলাম। পথে বীরগঞ্জ-খানসামা সড়কের নিজপাড়া ইউনিয়নের কল্যানী গ্রামের দেউনিয়া পাড়া নামকস্থানে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দিলে রাস্তায় পড়ে যান তিনি। এ সময় ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় অটোরিক্সা চালক মোঃ জিহাদ আহত হয়।
এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখলে নিজপাড়া ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান এম.এ.খালেক সরকার ও ইউপি সদস্য মোঃ ওবাইদুর রহমান দ্রুত ঘটনাস্থলে পৌচে অবরোধ তুলে নিয়ে জনাগনের চলাচলের ব্যবস্থা করে।
ট্রাকটি পালিয়ে যাওয়ার সংবাদ পেয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মতিন প্রধানের নির্দ্দেশে এসআই আনোয়ার হোসেন ট্রাকটি আটক করে থানার নিয়ে আসে।
বীরগঞ্জ থানার এসআই মোঃ তৌহিদুল ইসলাম তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ এবং আটক ট্রাকটি খানসামা থানার হেফাজতে রয়েছে। তবে চালক হেলপার পালিয়ে যায় বলে তিনি জানান।