শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন
রাজবাড়ী প্রতিনিধি::
করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়েছে সাধরন মানুষ। আর এর প্রভাবে সবচেয়ে বেশি কষ্টে আছে খেটে খাওয়া মানুষ গুলো। তাই এ সকল দিনমজুর অসহায় মানুষের বাড়ি বাড়ি কাচাবাজার থেকে শুরু করে খাদ্যসামগ্রী উপহার হিসেবে প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান শাহিনুর।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে ৪টি নসিমন যোগে প্রায় ১১টি আইটেমের সবজি নিয়ে ৬নং ওয়ার্ড থেকে এ কাচাবাজার বিতরণ শুরু করেন আওয়ামী
৮নং ওয়ার্ডের মেম্বার মোঃ যুবরাজ, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ওমর আলী খান, স্বেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কালাম মিয়া, ইউনিয়নে সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদি হাসান বাবু, ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক গৌর চন্দ্র দাস, ৬নং ওয়ার্ডের সাধারণ সম্পাদ মোঃ কায়ুম আলী শেখ, চন্দনী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল ইসলামসহ সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ বিষয়ে চন্দনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান শাহিনুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্দশে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে হবে। নেত্রীর আর্দশ অনুযায়ী জেলা আমওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর দিক নির্দেশনা অনুযায়ী আমি এই উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, আমার চন্দনী ইউনিয়নের মানুষ অধিকাংশ দিনমজুর খেটে খাওযা এরা প্রতিদিন এই কাচাঁবাজার করার জন্য হাট বাজারে ভীর করে। সে কারনেই মানুষকে ঘরে রাখতে এই কাচাঁবাজার পৌছেঁ দিচ্ছি যাতে মানুষ ঘরে থাকে। কাচাবাজার ছাড়াও ৮নং ওয়ার্ডে ৬টি পরিবারের মাঝে চাল সহ খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।