রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে সু-সংগঠিত করে বান্দরবান পার্বত্য জেলার বীর বাহাদুর উশৈসিং এমপি’র হাতকে শক্তিশালী করার লক্ষে বান্দরবানের সদর আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের ৫ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) সকালে ক্ষুদ্র–নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট হল রুমে আওয়ামী লীগ সদর উপজেলা আওয়ামী লীগের আয়োজনের ৫ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, আব্দুর রহিম চৌধুরী জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা জেলা পরিষদের চেয়ারম্যান। ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান বক্তা- লক্ষী পদ দাশ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মোজ্জামেল হক বাহাদুর যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, অজিত দাশ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, মেয়র সৌরভ দাশ শেখর।
সদর আওয়ামী লীগের সভাপতি পাই হ্লা অং উপজেলা আওয়ামী লীগের সম্পাদক ইয়াকুব চৌধুরী সহ জেলা ও উপজেলা ওয়ার্ড পর্যায়ে সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।