বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৫:২১ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বান্দরবান হচ্ছে পর্যটনের জন্য একটি সম্ভাবনাময়ী জায়গা। এখানকার প্রতিটি পাহাড় আর চারদিকের মনমাতানো দৃশ্য দেশের মানুষের মন কেড়ে নেয়।
বান্দরবান পর্যটন কেন্দ্র নীলাচলে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির পরিকল্পনা ও বাস্তবায়নে মসজিদের সংস্কার কাজের উদ্বোধন ও নীহারিকা পয়েন্টের চলমান কাজ পরিদর্শন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, এখানকার প্রতিটি জায়গাই হচ্ছে পর্যটন কেন্দ্রের জন্য উপযুক্ত স্থান। এসময় তিনি সকলকে পর্যটন কেন্দ্রকে পর্যটকদের জন্য আকষর্ণীয় করে তোলার আহবান জানান। পরে তিনি নীলাচলে ভি আই পি কটেজ ও ট্রি হাউজ পরিদর্শন করেন।
এসময় উপপরিচালক, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া আক্তার সুইটি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।