বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন

বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে ট্রাক্টর, পাওয়ার টিলার ও অ্যামব্রয়ডারী মেশিন বিতরণ

বান্দরবান প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, সরকার চলে জনগণের কাছ থেকে প্রাপ্ত ট্যাক্স দিয়ে। সরকার রাষ্ট্রের বিভিন্ন কল্যাণ ও উন্নয়নমূলক কাজে বরাদ্দ ও অনুদান দিয়ে থাকে। বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষের কল্যাণ ও সহযোগিতায় বিভিন্ন বিনামূল্যে বিভিন্ন সামগ্রী বিতরণ করে। তিনি সরকারি প্রতিষ্ঠানগুলোকে অনুদান-বরাদ্দ যাতে একই এলাকা ও একই ব্যক্তি না পাওয়া এবং প্রাপ্ত অনুদান ও বরাদ্দ সঠিকভাবে ব্যবহার হয়- তার তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন।

পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষিত নারীদের মাঝে অটোমেটিক অ্যামব্রয়ডারী মেশিন ও কৃষক সমবায় সমিতির মাঝে ট্রাক্টর ও পাওয়ার টিলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পার্বত্য মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী নারীতের কল্যাণে নানা উদ্যোগ নিয়েছেন। তাই প্রশাসন, জনপ্রতিনিধিসহ সব জায়গায় এখন নারীরা নানাভাবে সুযোগ পাচ্ছে নিজেদের যোগ্যতা ও দক্ষতা তুলে ধরার। তিনি বলেন, জনসংখ্যার প্রায় অর্ধেক নারীকে উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। সরকার সে লক্ষ্য নিয়েই কাজ করছে।

প্রধান অতিথি বীর বাহাদুর আরও বলেন, সরকার কৃষকদের জন্য নানা উদ্যোগ নিয়েছে। ভর্তুকিমূল্যে সার বিক্রি করছে, প্রান্তিক পর্যায়ের কৃষকদের সরল সুদে ঋণ দিচ্ছে, বিনামূল্যে সার, কীটনাশক ও বীজ বিতরণ করছে। এসমনকি কৃষকদের কৃষি কাজের সুবিধার্থে বিনামূল্যে ট্রাক্টর ও পাওয়ার টিলারও বিতরণ করছে। এখন কৃষকরা যদি এসবের সর্বোচ্চ ব্যবহার করতে পারেন, তাহলেই বাংলাদেশ কৃষি ক্ষেত্রে আরও উন্নত হবে।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, পর্যটন পুলিশের বান্দরবান আঞ্চলিক প্রধান (পুলিশ সুপার) মোহাম্মদ আবদুল হালিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউর রহমান, উপকারভোগী হোমায়ারা তাসনিম প্রমূখ।

অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ২৮৪টি অটোমেটিক অ্যামব্রয়ডারী মেশিন এবং কৃষক সমবায় সমিতির মধ্যে একটি ট্রাক্টও ও চারটি পাওয়ার টিলার মেশিন বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com