মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: আসন্ন পবিত্র রমজান উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারাদেশে ১ কোটি পরিবারের হাতে টিসিবির পণ্য পৌঁছে দেওয়ার অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলার ৬৪,২৪১টি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার (২০ মার্চ) দুপুরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর উশৈসিং এম.পি. মহোদয়। জেলা সদরের রাজার মাঠ প্রাঙ্গনে মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে জেলাপ্রশাসক জনাব ইয়াছমিন পারভীন তিবরীজি, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, বান্দরবান পৌরসভার মেয়র, অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক), রাজনৈতিক নেতৃবৃন্দ,পণ্য বিতরণ কার্যক্রমের মনিটরিং কর্মকর্তা হিসেবে উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলাপ্রশাসক রাজার মাঠ প্রাঙ্গনে পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে পৌর এলাকার বালাঘাটা কেন্দ্রে পণ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া উপপরিচালক, স্থানীয় সরকার জনাব লুৎফুর রহমানের উপস্থিতিতে রোয়াংছড়ি উপজেলায় এবং সদর, রুমা, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দের নেতৃত্বে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে পণ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।