সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

বান্দরবানে ৩ জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানের রোয়াংছড়ি থেকে গুলিবিদ্ধ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে রোয়াংছড়ির পাইক্ষ্যং পাড়ার একটি পাহাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার বিকালে রোয়াংছড়ি উপজেলার পাইক্ষ্যং পাড়া এলাকার একটি পাহাড়ে ৩টি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুরিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ৩ জনের লাশ উদ্ধার করে। তবে কে কারা তাদের হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি এবং নিহতদের নাম-পরিচয়ও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ধারণা করা হচ্ছে গোলাগুলির ঘটনায় তারা নিহত হয়ে থাকতে পারে। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মাঝে আতংক দেখা দিয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্কলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, গুলিবিদ্ধ ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য তাদের লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

নিহত তিনজন হলেন- ১। লাল লিয়ান বম (৩২) পিতা: লিয়ান থন বম সাং: রনিন পাড়া, থানা: রোয়াংছড়ি, জেলা: বান্দরবান। ২। সিমলিয়ান থাং বম (৩০) পিতা: নন দাও বম, সাং: রনিন পাড়া, থানা: রোয়াংছড়ি জেলা: বান্দরবান। ৩। নেমথাং বম (৪৩) পিতা: দৌখার বম সাং: রনিন পাড়া, থানা: রোয়াংছড়ি, জেলা: বান্দরবান। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ঘটনায় কারা জড়িত এবং কেন এমন ঘটনা ঘটলো তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।

উল্লেখ্য, এর আগে ৭ এপ্রিল রোয়াংছড়ির খামতাং এলাকা থেকে কুকিচিন এর ৮ সদস্যের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com