বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:১৮ অপরাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে ৩৩৩-এ কল দিলেই খাবার পৌঁছে দিচ্ছে জেলা প্রশাসক। করোনা মহামারির কারণে লকডাউনে কর্মহীন হয়ে পড়া ও বন্যার কারণে ক্ষতিগ্রস্থ মানুষ এবং অন্যান্য যে কোন পেশার ব্যক্তির বাসায় খাবার না থাকলে জাতীয় ৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা চাওয়ার আহ্বান জানিয়েছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি। খাদ্য সহায়তায় চাওয়ার প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে পোষ্ট দেয়ার পর প্রায় একঘন্টার মধ্যে অনেকে খাদ্য সহায়তা চেয়েছেন।
জনগণের দৌড় গোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ২০১৮ সালের ১৩ এপ্রিলে সরকার “সরকারি তথ্য ও সেবা সব সময়” এই প্রতিপাদ্যে ৩৩৩ চালু করে। করোনার এ সময়ে যার সুফল পাচ্ছে দেশের মানুষ। শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে “ডিসি বান্দরবান এবং ডিসি অফিস বান্দরবান” নামের ২টা আইডির মাধ্যমে জেলাপ্রশাসক খাবার সহায়তা নেয়ার আহ্বান জানান। তিনি লিখেন, বান্দরবানবাসীর সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বান্দরবান জেলায় কোন ব্যক্তির বাড়ীতে খাবার না থাকলে ৩৩৩-এ ফোন করুন। খাবার আপনার বাড়ীতে পৌঁছে দেয়া হবে। জেলা প্রশাসনের এর উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছে জেলা সাধারণ মানুষ।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান জানান, প্রায় ১ ঘন্টায় ৩৩৩-এ ফোন করে অনেকে সহায়তা চেয়েছেন। যতদ্রুত সম্ভব আমরা খাবার পৌঁছে দিব। এছাড়াও বন্যার কারণে আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। যা চলমান আছে। জেলা প্রশাসক কার্যালয়ে একটি সেল খোলা হয়েছে। যাদের ঘরে খাবার নেই তারা ৩৩৩-এ ফোন করলেই তাদের বাড়িতে জেলা প্রশাসন খাবার পৌঁছে দিবে। এ বিষয়ে সরকার খুবই আন্তরিক। জেলা প্রশাসক নিঃসংকোচে উপযুক্ত লোকদের খাবার নিতে অনুরোধ করেছেন।