বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৭:৩৯ পূর্বাহ্ন

বান্দরবনে ২৯ ইটভাটাকে ১ কোটি ৮ লাখ টাকা জরিমানা

বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবনের লামা উপজেলায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পাহাড় কাটার দায়ে ২৯টি ইটভাটার মালিককে ১ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলার ফাইতং ও আজিজনগরের বিভিন্ন ইটভাটায় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধন করায় ডিবিএম ব্রিকসকে ৫ লাখ টাকা, এএমআর ব্রিকসকে ৪ লাখ, এমএইচবি ব্রিকসকে ৪ লাখ ৬০ হাজার, এমবিএম ব্রিকসকে ৪ লাখ ৪০ হাজার, ওয়াই এসবি ব্রিকসকে ১ লাখ, ইউএমবি ব্রিকসকে ৫ লাখ ১০ হাজার, বিবিএম ব্রিকসকে ৩ লাখ ২০ হাজার, ফোর বিএম ব্রিকসকে ১ লাখ ৮০ হাজার, এসবি ডব্লিউ ব্রিকসকে ৫ লাখ, এমএমবি ব্রিকসকে ৪ লাখ, এফএসি ব্রিকসকে ৫ লাখ, ৫ বিএম ব্রিকসকে ৪ লাখ ৮০ হাজার, এবিসি-২ ব্রিকসকে ৩ লাখ, ৩ বিএম ব্রিকসকে ৪ লাখ ৭০ হাজার, ইবিএম ব্রিকসকে ১ লাখ, এসএবি ব্রিকসকে ৩ লাখ ৬০ হাজার, এনআরবি ব্রিকসকে ২ লাখ, কেবিসি ব্রিকসকে ৪ লাখ ৫০ হাজার, এসকেবি ব্রিকসকে ৩ লাখ ৩০ হাজার, ইউবিএম ব্রিকসকে ৪ লাখ ৭০ হাজার, এবিসি-৩ ব্রিকসকে ৫ লাখ ৫০ হাজার, এসবিএম ব্রিকসকে ২ লাখ ৮০ হাজার, এমএমবি ব্রিকসকে ৩ লাখ ২০ হাজার, এমবিআই ব্রিকসকে ৫ লাখ ১০ হাজার, এইচবিএম ব্রিকসকে ৪ লাখ ২০ হাজার, টিএইচবি ব্রিকসকে ১ লাখ, বিবিসি ব্রিকসকে ৭ লাখ, এবিএম ব্রিকসকে ৫ লাখ এবং শর্ত ভঙ্গের দায়ে আশুতোষ বড়ুয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ফাইতং ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির খান বলেন, আমরা ইনকাম ট্যাক্স ও ভ্যাট দিয়ে ব্রিক ফিল্ড পরিচালনা করে আসছি। পরিবেশ অধিদফতরেও আমরা আবেদন করে আসছি, কিন্তু ছাড়পত্র পাইনি। কিছুদিন আগেও লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ৫টি ইটভাটাকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন। বিভিন্ন উন্নয়ন কাজের জন্য আমরা এই ইটভাটাগুলো পরিচালনা করি। ইটভাটাগুলোতে প্রায় ৭-৮ হাজার শ্রমিক রয়েছে। ইটভাটাকে কেন্দ্র করে ৫০০টির বেশি পরিবারের মানুষের আয় হয়। এতো টাকা জরিমানা করলে আমরা কীভাবে ইটভাটা পরিচালনা করব?

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম বলেন, বান্দরবানের লামা উপজেলার ফাইতং ও আজিজনগর এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করে ইটভাটা স্থাপনের দায়ে ২৯টি ইটভাটার মালিককে ১ কোটি ৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছি। আমরা তাদেরকে পাহাড় কেটে এ ধরনের ইটভাটা না করে আধুনিক পদ্ধতির ঝিকঝাক ইটভাটা তৈরি করার জন্য পরামর্শ দিয়েছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারাই পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে ইটভাটা স্থাপন করবে তাদেরকে জরিমানা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com