বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা

বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং জিওসি, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এর নির্দেশে বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে বান্দরবান সদর উপজেলার কর্মহীন পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ হতে খাদ্য সামগ্রী বিতরণ করেন বান্দরবান সেনা জোন।

বান্দরবান সেনা জোন হতে সেনা সদস্যগণ বান্দরবান জেলা স্টেডিয়াম জিমনেসিয়ামে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শতাধিক পরিবারের মাঝে এই সকল খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এই সময় সেখানে বান্দরবান সেনা জোন কমান্ডার লেঃ কর্ণেল আখতার উস সামাদ রাফি, বিএসপি, পিএসসি, জোন উপ অধিনায়ক মেজর মোঃ মোজাম্মেল হক রাসেল এবং জোন স্টাফ অফিসার ক্যাপ্টেন মু. ফারহান ইশরাক চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় জোন কমান্ডার বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে সামাজিক দুরত্ব নিশ্চিত পূর্বক মানবিক সহযোগীতা করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আজকের এই বিশেষ মানবিক সহায়তা কর্মসূচি। আমরা আমাদের নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে এবং নিজস্ব ব্যবস্থাপনায় সংগ্রহকৃত খাদ্য সামগ্রী জনসাধারণের মাঝে প্রদান করছি। আমাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতে ও অব্যাহত থাকবে। করোনা বিস্তাররোধ কল্পে আমাদের সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিত, ফেস মাস্ক পরিধানসহ স্বাস্থ্য সচেতন হতে হবে।

এই দূর্যোগময় পরিস্থিতিতে এই ধরণের মানবিক সহযোগীতা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতঙ্গতা প্রকাশ করেন খাদ্য সামগ্রী গ্রহনকারী পরিবারসহ বান্দরবানের সাধারণ মানুষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com