বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: পার্বত্য চট্টগ্রাম বোর্ডের অর্থায়নে সেনাবাহিনীর ৫০ শয্যা বিশিষ্ট এমডিএস হাসপাতালের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে বান্দরবানে। বান্দরবান সদরের ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর মাঠে ৪ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত ৫তলা বিশিষ্ট এই হাসপাতালটির শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধান ও বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের সেবা প্রদানে সেনাবাহিনীর অবদান অতুলনীয়। বান্দরবানে এই নবনির্মিত হাসপাতালের মাধ্যমে আগামীতে সামরিক-অসামরিক ব্যাক্তিবর্গ তাদের পরিবারের পাশাপাশি বান্দরবানের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
এসময় পার্বত্যমন্ত্রী নতুন ভবনের ২য় তলার সম্প্রসারণ কাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি রোগীদের জন্য ওষুধ ক্রয় করার জন্য দুই লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন।
সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক (এনডিসি এএফ ডব্লিউসি, পিএসসি) বলেন, সেনাবাহিনী পার্বত্য এলাকার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার গরীব ও অসহায়দের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। অসহায় দু:স্থ ও গরীব রোগীদের পাশাপাশি দুর্গম এলাকায় ডারয়িরা রোগীদের হেলিকপ্টারের মাধ্যমে ওষুধ সরবরাহ এবং ভাল্লুকের আক্রমনে মারাত্মক আহত রোগীদের দুর্গম এলাকা থেকে হেলিকপ্টারে সদরে এনে সেনাবাহিনীর তত্বাবধানে উন্নত চিকিৎসা দিয়েছে এবং আগামীতে এই স্বাস্থ্যসেবার কার্যক্রম চলমান থাকবে।
অনুষ্ঠানে সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জিয়াউল হক (এনডিসি এএফ ডবি উসি, পিএসসি), জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জোন কমান্ডার লেঃ কর্নেল আখতার উস সামাদ রাফি (বিএসপি, পিএসসি), নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ মঈনুল হক (এসইউপি, পিএসসি), ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ আনোয়ারুল হক (এমপিএইচ), অতিরিক্ত পুলিশ সুপার নাজিম উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাত, বান্দরবান সেনা রিজিয়নের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা, সরকারী বেসরকারী কর্মকর্তা।