বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
বশির আহম্মদ, বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে সুইসাইড নোট লিখে জুরেন ত্রিপুরা (৪০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বান্দরবান সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ায় সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেন তিনি। মৃত জুরেন ত্রিপুরা সাইঙ্গ্যা ত্রিপুরা পাড়ার অবিচন্দ্র ত্রিপুরার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জুরেন ত্রিপুরার স্ত্রী বিবিনি ত্রিপুরা (২৩) বলেন, সকাল ছয়টায় জুরেনকে খোঁজাখুজি করে না পেয়ে আত্মীয়স্বজনকে ডাকা-ডাকি করে পার্শ্ববর্তী ঝিড়িতে গলায় গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় আমরা দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে সদর থানার এসআই গোবিন্দ কুমার শর্মাসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে জুরেন ত্রিপুরার লাশ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই গোবিন্দ কুমার শর্মা জানান, লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়াশেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
বান্দরবান সদর থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, এই বিষয়ে একটি মামলার প্রক্রিয়া চলমান।