রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৮:৪৮ অপরাহ্ন
বান্দরবান প্রতিনিধি:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ নির্বাসন শেষে বাংলার মাটিতে ফিরে আসেন বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু তনয়া, বাংলাদেশ আওয়ামী লীগ এর সভানেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বান্দরবান জেলা আওয়ামী লীগ এর আয়োজনে বর্নাঢ্য কর্মসূচি পালনের মাধ্যমে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে ১৭ মে (বুধবার) বিকেলে বান্দরবান জেলা রাজার মাঠ হতে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে শেষ হয়। র্যালী পরবর্তী বঙ্গবন্ধু মুক্তমঞ্চে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগ এর সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদের সদস্য ক্যা সা প্রু মারমা, সদর উপজেলা চেয়ারম্যান, একেএম জাহাঙ্গী, পৌর মেয়র সৌরভ দাশ শেখর, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি লাতুরী মারমা, সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সেচ্ছাসেবক লীগ সভাপতি সাদেক হোসেন চৌধুরী, ছাত্রলীগ সভাপতি অংসাউ পুলু।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।