রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

বান্দরবানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে পার্বত্য উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ৭ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

শুক্রবার (৯ জুন) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান কেন্দ্রীয় কবরস্থানের লাশ ঘর, গেইট ও রাস্তা নির্মাণ, ৪ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে সদর হাসপাতাল এর সামনে থেকে ক্যাং মোড় পর্যন্ত ড্রেইন নির্মাণ, ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা বাস টার্মিনাল ভবন নির্মাণ এবং ৫০ লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান জেলা বাস টার্মিনাল মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

এর আগে মন্ত্রী বান্দরবান পৌরসভার অর্থায়নে ৬৯ লক্ষ টাকা ব্যয়ে শহরের অন্যতম প্রধান সড়ক হাসপাতাল সড়কের কাজেরও উদ্বোধন করেন।

এসময় মন্ত্রী বলেন, দীর্ঘদিনের জনভোগান্তি নিরসনে বান্দরবান পৌরসভার উদ্যোগে সড়কের সংস্কার কাজ হচ্ছে এতে জনভোগান্তি অনেকটা নিরসন হবে। এ জন্য তিনি ভারপ্রাপ্ত মেয়র সৌরভ দাশ শেখরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, বান্দরবানের উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। তিনি সম্প্রীতি অটুট রেখে আগামীতেও এই উন্নয়নের ধারা বজায় রাখতে সবার প্রতি আহবান জানান।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত পুলিশ সুপার হোসেন মোঃ রায়হান কাজেমি, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ আলম, উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, পৌরসভার মেয়র সৌরভ দাশ শেখর সহ পৌরসভার প্রকৌশলী এবং বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com