সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

বান্দরবানে বর্ণাঢ্য আয়ােজনে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:: “শিক্ষা, শান্তি, প্রগতি” এই শ্লােগানকে সামনে রেখে বান্দরবানে বর্ণাঢ্য আয়ােজনের মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ছাত্রলীগের প্লাটিনাম জয়ন্তী বুধবার (৪ জানুয়ারি) সকালে বান্দরবানে রাজার মাঠ হতে জেলা ছাত্রলীগের আয়ােজনে এক বর্ণাঢ্য শােভাযাত্রা বের করা হয়। শােভাযাত্রায় ব্যানারে, প্লেকার্ড এবং দলীয় পতাকা হাতে নিয়ে নেতাকর্মীরা শহরের বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে জমায়ত হয়।

পরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন শেষে বেলুন উড়িয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়ােজন করা হয় এক আনন্দ সমাবেশ। এসময় জেলা ছাত্রলীগের অংসাই প্রু মামা এর সভাপতিত্বে আনন্দ সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, আওয়ামী লীগের সম্পাদক মেয়র মোঃ ইসলাম বেবী, আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কাজল কান্তি দাশ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজ্জামেল হক বাহাদুর, পরে শহর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, বান্দরবান জেলা সাবেক ছাত্রলীগের সভাপতি মাঃ কাউছার সােহাগ, নবগঠিত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন সহ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, ১৯৪৮ সালে ৪ জানুয়ারি এই সময়ে দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সময়ের প্রয়ােজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের।

বক্তারা আরো বলেন, জন্মের প্রথমে লীগ থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরদ্ধে গণঅভ্যুত্থান, সর্বাপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দফা করার সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদশ ছাত্রলীগ।

বঙ্গবন্ধুর আর্দশ বুকে ধারণ করে, সব অশুভ শক্তিকে পেছনে ফেলে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুনত রেখে, দেশ গড়ার প্রত্যয় এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com